লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার হাড়িখাওয়া গ্রামে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসেন (৩৩) নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৫ বছর পর সিরিয়ান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
স্থানীয়রা জানান, গোয়াল ঘরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুজনে মারা যান।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’